মির্জাপুরে উয়ার্শী ইউপি

সেলিম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ | ৭৮৬

টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উয়ার্শী ইউপির নয় নম্বর ওয়ার্ডের মেম্বার পদে মো. সেলিম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অফিস সুত্রে এই তথ্য জানা গেছে।  

জানা যায়, ওই ওয়ার্ডে সেলিম খান ছাড়াও আ. ছামাদ সিকদার ও মো. দেলোয়ার হোসেন মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেন। পরে সমঝোতার ভিত্তিতে ছামাদ সিকদার ও দেলোয়ার হোসেন ১৯ ডিসেম্বর তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করলে সেলিম খানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফা বেগম বলেন, ওই ওয়ার্ডে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সেলিম খানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।