নাগরপুরে প্রয়াত আবদুল বাতেন এমপি স্মৃতি গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৪ পিএম, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ৫৩৪

টাঙ্গাইলের নাগরপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেন এমপি স্মৃতি গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

কোনড়া এম ডি ক্লাবের উদ্যোগে কোনড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এতে মির্জাপুর উপজেলার সাফর্ত্তা জনকল্যাণ সমিতি বনাম সাটুরিয়া উপজেলার চাচিতারা প্রগতি সংঘ অংশ গ্রহণ করেন।

এতে সাটুরিয়া উপজেলার চাচিতারা প্রগতি সংঘ ৪-১ গোলের ব্যবধানে মির্জাপুর উপজেলার সাফর্ত্তা জনকল্যাণ সমিতিকে হারিয়ে বিজয়ী হন।  

উক্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, ভাষানটেক থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি (নাগরপুর-দেলদুয়ার) আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হামিদুর রহমান ঝন্টু। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের আস্থাভাজন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী এ.টি.এম.আনিসুর রহমান বুলবুল।

শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর এন্ড হেড অব ফাইন্যান্স ও কোনড়া এমডি ক্লাবের সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মেঘনা ব্যাংক লিঃ  এর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম, (সওজ) সড়ক ও জনপথ অধিদপ্তরের (অবঃ) প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুর রহমান লস্কর, প্রয়াত এমপি খন্দকার আবদুল বাতেনের সহধর্মীনী খন্দকার মমতাজ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল করিম, যুগ্ন-আহবায়ক সাইফুল ইসলাম কবীর, কোনড়া এম ডি ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মোকনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি খন্দকার সাজ্জাদ হোসেন আপেল প্রমূখ। এসময় ক্রীড়ামোদিসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।