টাঙ্গাইলে জামায়াত আমির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২ পিএম, বুধবার, ৩০ আগস্ট ২০২৩ | ৩৩৭

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রহিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেলে ঘাটাইলের আনেহলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুর রহিম মিয়া লোকের পাড়া যুগীহাটী গ্রামের খন্দকার আব্দুল মান্নানের ছেলে।

বুধবার ঘাটাইল থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল মঙ্গলবার বিকেলে যুগীহাটি গ্রাম থেকে ঘাটাইল উপজেলা জামায়াত আমির আব্দুর রহিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। তিনি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।