শিক্ষার্থীদের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিলেন অধ্যক্ষ


নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর কারিগরি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ মোঃ রকিবুল ইসলাম তাঁর ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের বাড়িতে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন এসময় তিনি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের হাতে উপহার সামগ্রী হস্তান্তর করেন।
শিক্ষক-কর্মচারী বৃন্দ সামাজিক দূরত্ব বজায় রেখে এসব উপহার সামগ্রী তিন শতাধিক শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেন। এসময় শিক্ষার্থীদের খোঁজ-খবর ও পড়াশোনার ব্যাপারে তাগিদ দেওয়া হয়।
এ বিষয়ে অধ্যক্ষ শেখ মোঃ রকিবুল ইসলাম বলেন, করোনা প্রাদুর্ভাবের এই দূর্যোগময় মুহুর্তে শিক্ষার্থীদের মানবিক এই উপহার পৌঁছে দেওয়া অধ্যক্ষ হিসেবে আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সকল প্রতিষ্ঠান কর্তৃপক্ষের উচিত নিুবিত্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের নিকট মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী, সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতা মীর হাবিব ও লাল সবুজ উন্নয়ন সংঘ নাটোর জেলা শাখার সভাপতি শেখ রিফাদ মাহমুদ এবং সাধারণ স¤পাদক নাহিদ আহমেদ উপস্থিত ছিলেন।
বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষা সফর সহ বিভিন্ন ব্যতিক্রমী উদোগ্যের ফলে আলোচিত হয়েছেন শিক্ষা ক্ষেত্রে 'মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড' প্রাপ্ত এই অধ্যক্ষ।