সৌদীর সাথে মিল রেখে টাঙ্গাইলে শতাধিক মুসুল্লির ঈদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪০ এএম, বুধবার, ২৮ জুন ২০২৩ | ৪২৮

সৌদী আরবের সাথে মিল রেখে আজ বুধবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের প্রায় ৪০ পরিবার ঈদুল আজহা উদযাপন করেছে। সকালে ঈদের  এ জামাতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। 

২০১২ সাল থেকে তারা সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের দেশ গুলোর সাথে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালন করেন।

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে  পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ।

স্থানীয় খতিব আব্দুর রহমান স্বাধীন জানান ভ্রাতৃত্ব ও সৌহার্দপূর্ণ পরিবেশে নামাজ শেষে আলিঙ্গন করেন অংশগ্রহণকারী মুসল্লিরা। দিনদিন আশেপাশের মুসল্লিদের এ নামাজে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। 

নামাজ শেষে সমবেতভাবে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সাথে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন উপস্থিত মুসল্লিরা।

দেলদুয়ার উপজেলার লাউহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন মোহাম্মদ খান বলেন ওই গ্রামের শতাধিক মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করে থাকেন। আজকেও করেছেন। চেয়ারম্যান আরো বলেন বৃষ্টি থাকার কারনে তারা মসজিদের ভেতরে ঈদের নামাজ আদায় করেন।