বঙ্গবন্ধু সেতুতে সর্বোচ্চ যানবাহন পারাপার ও টোল আদায়


আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ইদুল আযহা। নাড়ীর টানে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েকগুণ বেড়েছে যানবাহনের চাপ।
বিগত ২৪ বছরের মধ্যে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫৫ হাজর ৪৮৮টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।
বুধবার বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে ২০২১ সালের ১৩ মে ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা।
নির্বাহী প্রকৌশলী বলেন, সোমবার (২৬ জুন) রাত ১২ টা থেকে মঙ্গলবার (২৭ জুন) রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজায় পারাপার হয়েছে ৩৬ হাজার ৪৯১ টি যানবাহন আর টোল আদায় হয় ২ কোটি ছয় লাখ ৬৯ হাজার ৭৫০ টাকা। এছাড়া পশ্চিম টোল প্লাজায় পারাপার হয় ১৮ হাজার ৯৯৭টি যানবাহন। এতে টোল আদায় হয় ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।
তিনি আরো বলেন ঈদ যাত্রায় যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। যানজট এড়াতে সেতু পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ১২৩ টি মোটরসাইকেল পারাপার হয়েছে এ সেতু দিয়ে।
উল্লেখ্য, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে গড়ে ১৮-২০ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। যার ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই ১৪ কিলোমিটার সড়ক দুই লেন এবং অতিরিক্ত গাড়ির চাপে যানজট ও ভোগান্তি হয়ে থাকে।