মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতি।
সোমবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলার আয়োজনে শহরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শহরের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী দিয়ে। পরিতাপের বিষয় এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২০ শতাংশ উৎসব ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য।
যদি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা না দেয়া হলে কঠোর থেকে কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবেন বলে হুশিয়ারী দেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল, সম্পাদক মীর মনিরুজ্জামান মনির, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।