মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় নয়াদিগন্তর সহকারী মার্কেটিং ম্যানেজার নিহত

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, রোববার, ৩০ জানুয়ারী ২০২২ | ৫২০

টাঙ্গাইলের মির্জাপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দৈনিক নয়াদিগন্তে সহকারি মার্কেটিং ম্যানেজার মাসুদ রানা  (৩৫) নিহত হয়েছেন।

রবিবার বিকেল তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার  কদিম ধল্যা নামক স্থানের ওভারপাসের উপরে এই দুর্ঘটনা ঘটে। 

মাসুদ রানা বগুড়া জেলার শেরপুর থানার সূত্রপুর গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে বলে জানান গেছে। 

পুলিশ জানায়, মামুদ রানা বগুড়া থেকে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মহাসড়কের ওই স্থানে পৌছালে অজ্ঞাতনামা একটি গাড়ী তার মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসেম  বলেন, তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আইনি পক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন। তার ব্যবহৃত মোটরসাইলেটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে।