টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৩ পিএম, সোমবার, ৭ নভেম্বর ২০২২ | ৫৬৭

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফজলুর রহমান খান ফারুককে সভাপতি এবং জোয়াহেরুল ইসলাম জোয়াহেরকে পুনরায় সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। 

আজ সোমবার বিকেলে ত্রি বার্ষিকী সম্মেলনের উদ্বোধক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ  নাম ঘোষণা করেন। সম্মেলনে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৭ জন প্রার্থী হওয়ার আবেদন করেন। 

এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি আগামী সংসদ  নির্বাচনে বিশেষ ভূমিকা রাখবে। 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাহজান খান, আব্দুর রহমান, কামরুল ইসলাম যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এবং শিক্ষা মন্ত্রী দিপু মণি। 

প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বিশেষ বক্তা ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, শিক্ষা ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, ইকবাল হোসেন অপু এবং মোহাম্মদ সাঈদ খোকন প্রমুখ।

সম্মেলন সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সংসদ সদস্য জোয়াহের ইসলাম জোয়াহের।