তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে লক্ষে টাঙ্গাইলে মতবিনিময় সভা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২ পিএম, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | ৪৪৪

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষে টাঙ্গাইল পৌরসভার মেয়র ও কাউন্সিলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পৌরসভায় মেয়রের কক্ষে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

নাটাব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে আয়োজিত সভায় আলোচনায় অংশ নেন টাঙ্গাইল পৌরসভার সচিব শাহনেওয়াজ পারভীন, এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আবু নাসের অনিক, নাটাবের প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ, স্মরণীর নির্বাহী পরিচালক মঞ্জু রানী প্রামানিক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ প্রমুখ। এ সময় নাটাবের অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা তামাক নিয়ন্ত্রণে বিভিন্ন দিক তুলেন ধরেন।