ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার বলে ঘোষণা করলেন পুতিন


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আলোচিত বক্তৃতায় চার অঞ্চলকে যুক্ত করে নেওয়ার ঘোষণা দিলেন।
মস্কোর রেড স্কোয়ারে আয়োজিত অনুষ্ঠানে রাশিয়ায় যোগ দেওয়ার লক্ষ্যে আয়োজিত গণভোটের দিকে ইঙ্গিত করে পুতিন বলেন, ‘চারটি ইউক্রেনীয় অঞ্চল তাদের সিদ্ধান্ত নিয়েছে। ফলাফল এখন সবার জানা। ভালো করেই জানা।
ইউক্রেনীয়রা ছাড়াও পশ্চিমা ও আইন বিশেষজ্ঞরা রাশিয়ার গণভোটকে অবৈধ বলে নিন্দা করেছেন।
প্রেসিডেন্ট পুতিন বিপুল করতালির মধ্য দিয়ে বলেন, ‘আমি নিশ্চিত যে ফেডারেল অ্যাসেম্বলি (কেন্দ্রীয় পার্লামেন্ট) রাশিয়ার চারটি নতুন অঞ্চলের বিষয়কে সমর্থন করবে...। কারণ এটি লাখো মানুষের ইচ্ছা। ’
পুতিনের এ ঘোষণা ইউক্রেনে যুদ্ধ নিয়ে উত্তেজনা বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার দৃঢ়তার সঙ্গে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার নেতৃত্বে গণভোটের ফলাফলকে ‘কখনোই, কখনোই, কখনোই’ স্বীকৃতি দেবে না। তিনি এই তথাকথিত প্রহসনের গণভোটকে আন্তর্জাতিক নীতির ‘প্রকাশ্য লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।
ওয়াশিংটনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের নেতাদের সঙ্গে দেখা করার সময় বাইডেন বলেন, ‘আমি এ বিষয়ে খুব স্পষ্ট হতে চাই। ইউক্রেনের সার্বভৌম ভূখন্ডে রাশিয়ার দাবিকে যুক্তরাষ্ট্র কখনোই স্বীকৃতি দেবে না
সূত্র : বিবিসি।