টাঙ্গাইলে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২ | ৪৩২
টাঙ্গাইলে অবৈধভাবে গড়ে উঠা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে অভিযান শুরু করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন। 
 
আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
 
দুপুর ১ টা পর্যন্ত অভিযানে কোনো বৈধ কাগজপত্র না থাকায় চারটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
 
সিলগালাকৃত ক্লিনিকগুলো হচ্ছে, আছিয়া ডায়াগনস্টিক সেন্টার, ওয়ান ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, মক্কা মদিনা ডায়াগনস্টিক সেন্টার, সাবালিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
 
সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম জানান, ৪ টি ক্লিনিক সিলগালা করা হয়েছে । এ অভিযান অব্যাহত থাকবে ।