সিআরডিডি উদ্যোগে টাঙ্গাইলে হুইল চেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২ | ৬৮৩

গ্রামীণ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র (সিআরডিডি) এর “খুশির ঝিলিক” প্রকল্পের মাধ্যমে টাঙ্গাইলে  ৭৮ তম  হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকেলে পৌরএলাকার সাবালিয়ার পাঞ্জাপাড়ায় প্রতিবন্ধী ব্রজবাসী কর্মকার(৬৫) কে এ হুইল চেয়ার প্রদান করা হয়।

সিআরডিডি এর চেয়ারম্যান আবরার হায়াত খান ইউসুফজাই এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর  মোঃ আসাদুজ্জামান প্রিন্স, সিআরডিডি এর নির্বাহী পরিচালক সিফাত মোহাম্মদ আরেফীন, সিআরডিডি স্বেচ্ছাসেবক সুইটি আক্তার প্রমুখ।

উল্লেখ্য, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে নিয়মিত হুইলচেয়ার বিতরণ ছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করার লক্ষ্যে সিআরডিডি বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। বর্তমানে সিআরডিডি হতে সুবিধাভোগীর সংখ্যা প্রায় দুই হাজারের উপরে।