মির্জাপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০১ পিএম, বুধবার, ৩ আগস্ট ২০২২ | ৩৮৭

টাঙ্গাইলের মির্জাপুর থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল পাঁচটায় মির্জাপুর সরকারি কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে এই অনুষ্ঠান হয়েছে।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ড্এিসবি) মীর মনির হোসেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল এসএম মনসুর মুসা, কমিউনিটি পুলিশিং এর মির্জাপুর উপজেলা শাখার সভাপতি সালাহ উদ্দিন আহমেদ বাবর, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ,সাধারণ সম্পাদক আবুল কাশেম, আজগানা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার, ভাওড়া ইউপি চেয়ারম্যান হাজী মাসুদুর রহমান প্রমুখ।