টাঙ্গাইলে ৫২ গ্রাম হেরোইনসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১১ এএম, রোববার, ৮ জুলাই ২০১৮ | ৫৪০

শনিবার ৭ জুলাই দুপুর ২.৫০ দিকে সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এর নেতৃত্বে টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ভাবলা (মধ্যপাড়া) গ্রামে ফকির বাড়ীতে অভিযান পরিচালনা করে ৩ জন আসামীকে ৫২ গ্রাম হেরোইন, ০১ টি মোবাইল ফোন ও নগদ ৫,৩০০/- টাকাসহ গ্রেফতার করেছে র‌্যাব ।

গ্রেফতারকৃত তিন জন আসামীরা হলেন (১) মোঃ লুৎফর রহমান (৩৫), পিতাঃ মোঃ আবু হানিফ ফকির, (২) মোঃ বক্কর (৪০), পিতাঃ মৃত আবুল হোসেন মন্ডল, (৩) মোঃ তারেক হোসেন (২৬), পিতাঃ মৃত ময়েন উদ্দিন ।তিন জনেরই বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ভাবলা (মধ্যপাড়া) গ্রামে ।

র‌্যাব সূত্রে জানা যায় আসামীগণদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, তারা অবৈধভাবে মাদক দ্রব্য হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাসহ জেলা শহরের বিভিন্ন এলাকায় মাদকের খুচরা ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী হেরোইন পাইকারি দরে বিক্রয় করে আসছে।

র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।