জাতীয় শ্রমিক লীগের বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ


জাতীয় শ্রমিক লীগ শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শাখা নবগঠিত কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেছেন।
মঙ্গলবার ( ২৬ জুলাই ) বিকেলে শার্শা উপজেলা চত্বরে উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শেখ কোরবান আলী ও বেনাপোল পৌর শাখা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আশাদুজ্জামান আশার নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্তিত ছিলেন উপজেলা শ্রমিকলীগ নেতা হুমায়ুন কবির, এনামুল হক মুকুল বেনাপোল পৌর শাখার নেতা শামিম হোসন, শহিদুল ইসলাম, সাগর হোসেন প্রমুখ।
এর আগে শার্শা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্টিত হয়।
এসময় উপজেলা কমিটির আহবায়ক শেখ কোরবান আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশে ঘাপটি মেরে থাকা বিএনপি জামাতের পাকিস্তানী প্রেতাত্বারা যে কোন সময় ষড়যন্ত্র করে দেশকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে। তাদের সেই অশুভ ষড়যন্ত্রকে কোন রকম মাথাচড়া দিয়ে উঠতে দেয়া হবে না। সেই জন্য সকল নেতা কর্মীদের সজাগ থাকতে হবে।