টাঙ্গাইলে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন


টাঙ্গাইলে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “পুষ্টি পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প”।
বুধবার দিবসটি উদযাপন উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ বিভাগ বাউসা আশ্রয়ন প্রকল্পে বিভিন্ন কর্মসূচির গ্রহণ করা হয়।
কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও দুধের প্যাকেট ও ডিম বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেযর এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া। অনুষ্ঠানের সহযোগীতায় ছিলেন জেলা প্রাণী সস্পদ বিভাগের আওতায় বাস্তবায়নাধীন প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এল ডিডিপি)। অনুষ্ঠানে এক হাজার শিশু ও জনসাধারণের মাঝে দুধ ও ডিম বিতরণ করা হয়।