ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে ঐক্যের আহবান

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২২ পিএম, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ | ৭০৪

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিজয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ। গতকাল সোমবার ওই ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এই আহবান জানান।

ছাওয়ালী ভাতকুরা এম কে এ বি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলেফ হোসেন।

সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ও মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন, ওই ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিভাস সরকার নুপুর প্রমুখ।