ফজলুর রহমান খান ফারুকের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ


টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগ এর সভাপতি একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মির্জাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম।
১০ মে মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা পরিষদ কার্যালয়ে ফজলুর রহমান খান ফারুক এর সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম। গত রবিবার সন্ধ্যায় তিনি মির্জাপুর থানায় আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।
জানা যায়, শেখ আবু সালেহ মাসুদ করিম গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামের শেখ মোতালেব আহমেদ এর ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথ্য বিজ্ঞান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন। এরপর পদোন্নতি পেয়ে ওসি হিসেবে যশোরের ঝিকরগাছা থানা, সাতক্ষিরা জেলার কলারোয়া, রাজধানী ঢাকার ধানমন্ডি, মুগদা, গুলশান এবং উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) ওসির দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি যশোরের বেনাপোল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং তিন কণ্যা সন্তানের জনক।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘ফজলুর রহমান খান ফারুক স্যার একজন একুশে পদক প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা। তাঁর মত একজন মানুষের সাথে দেখা করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই। মির্জাপুরবাসীর আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে চাই। আমার শ্রদ্ধেয় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্যার এর সঠিক দিক নির্দেশনায় মির্জাপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মাদক ও সন্ত্রাস বন্ধে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। আমি আশা করি, মির্জাপুরের সকল শ্রেণির মানুষ আমাকে সহযোগিতা করবে।’