বাপসা টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল


ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩এপ্রিল (২১ রমজান) শনিবার টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সমিতি (বাপসা) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ সোহরাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহি অফিসার রানুয়ারা খাতুন এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) টাঙ্গাইল জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ । অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়।