মির্জাপুরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৮ পিএম, শনিবার, ২৩ এপ্রিল ২০২২ | ৫২৬

টাঙ্গাইলের মির্জাপুরে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলগি নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে পাঁচ শতাধিক নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার সকালে উপজেলার লতিফপুর ইউনিয়নের সলিমনগর খেলার মাঠে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন লতীফপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বেনজীর আহমেদ বাবুল, ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক জয়নাল সিকদার,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পদক সায়েম সিকদার , ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি পারভেস সিকদার প্রমুখ।

জানা গেছে, সলিমনগর খেলার মাঠের পশ্চিম পাশে আ.লীগ নেতা জয়নাল সিকদার গত পাঁচ বছর পূর্বে একটি পোল্টি ফার্ম করে। পোল্টি ফার্মের দুর্গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার কথা বলে ওই এলাকার রাকিবুল হাসান রুমন ফার্মটি অন্যত্র সরিয়ে নিতে বলেন।

এনিয়ে বিরোধের জের ধরে তিনি আ.লীগ নেতা জয়নাল সিকদার , হেলাল সিকদার, ছাত্রলীগ নেতা পারভেস সিকদার ও আতাউর রহমানকে আসামী করে টাঙ্গাইল কোর্টে মামলা দায়ের করেন।  এর প্রতিবাদে এলকাবাসী শনিবার মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

মামলার বাদী রাকিবুল হাসান রুমন বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় বৃহদ আকারের পোল্টি ফার্মটির দুর্গন্ধে এলাকার পরিবেশ নষ্টের কারন। এলাকাবাসী এই পোল্টি ফার্মটি অন্যত্র সরাতে বললেই বিবাদীগণ ভয়ভীতি ও হুমকি প্রদান করে।