বাসাইলে ভর্তূকি মূল্যে টিসিবি'র পন্যসামগ্রী বিক্রি

অর্ণব আল আমিন
প্রকাশিত: ০১:১৬ পিএম, রোববার, ২০ মার্চ ২০২২ | ৪২৮

সারাদেশের মত টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় ভর্তূকি মূল্যে টিসিবি'র পন্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু।

রোববার (২০ মার্চ) বাসাইল পৌরসভায় পবিত্র রমজান উপলক্ষ্যে ভর্তূকি মূল্যে তৃণমূল পর্যায়ে উপকারভোগীদের মধ্যে টিসিবি'র পন্যসামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন, পৌরসভার প্যানেল মেয়র বাবুল আহমেদ, কাউন্সিল সাজ্জাদ হোসেন আলাল ও উপকারভোগীবৃন্দ।

বাসাইল পৌরসভায় ডিলার মেসার্স কাদের এন্টারপ্রাইজের মধ্যমে প্রায় ২৩০০ জন উপকারভোগী পরিবার টিসিবি'র পণ্য ক্রয় করতে পারবেন, তালিকাভুক্ত প্রতিটি পরিবার নির্ধারিত ডিলারের কাছে ৪৬০ টাকা প্যাকেজ মূল্যে ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল পাবেন।