টাঙ্গাইলে ওয়ালটন ডে পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০ এএম, রোববার, ২০ মার্চ ২০২২ | ৫৯১

বেলুন উড়ানো, র‌্যালি ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে ওয়ালটন ডে পালন করা হয়েছে।  

রোববার (২০ মার্চ)বেলা পৌনে ১২ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন কোম্পানীর অপারেটিভ ডিরেক্টর মজিবর রহমান, টাঙ্গাইল এরিয়া রিজিওনাল সেলস ম্যানেজর আল মাসুর রহমান, রিজিওয়াল ক্রেডিট ম্যানেজার আরিফুজ্জামান, এডিশনাল ডিরেক্টর অনুপ কুমার সাহা, ময়মনসিংহ রোড ওয়ালটন প্লাজার ম্যানেজার শামসুন্নাহার, সার্ভিস সেন্টারের ম্যানেজার মোবারক হোসেন, জেলা সদর রোড ওয়ালটন প্লাজার ম্যানেজার জহিরুল ইসলাম খান প্রমুখ।

এ ছাড়াও টাঙ্গাইলের বিভিন্ন প্লাজার কর্মকর্তা-কর্মচারীরা র‌্যালিতে অংশ নেয়।