ভূঞাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:০১ পিএম, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ | ৩৭৮

“শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা, টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ গণ্য” এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরেও আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

মঙ্গলবার বেলা ১২ টায় দি হাঙ্গার প্রজেক্ট, ব্র্যাক স্বাস্থ্যখাত, পিপিজে ও লোকাল পার্টনার লাইট হাউজ সহযোগিতায় একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি পরিষদ চত্বর প্রদক্ষিণ করেন।

এরপর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ইশরাত জাহানের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, কৃষি অফিসার হুমায়ন কবির, থানা অফিসার ইনর্চাজ মুহাম্মদ ফরিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লিকা, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ্ আলম প্রামাণিক প্রমুখ।