বাসাইলে করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৮ পিএম, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২ | ৪৬২

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭শে জানুয়ারি) সকালে  বাসাইল মডেল রিসোর্স সেন্টারে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, গুজব, করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ নূর খানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ।

রাশেদুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসাইল প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ইয়াসিন খান, মডেল শিক্ষক  মিজানুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা করোনা ভাইরাস প্রতিরোধে ১৩ দফা নির্দেশনা মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করতে ইমামদেরকে আহবান জানান।