নাটোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


নাটোরের উপজেলার নলডাঙ্গায় মাধনগরে সেচ্ছাসেবী সংস্থা বীডস উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাধনগর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মো আমজাদ হোসেন দেওয়ান।
মাধনগর ইউনিয়ান পরিষদ চত্তরে রেজিষ্টার্ড ফিজিশিয়ান ডা: মো: আব্দুর রব আব্দুল্লাহ দিনব্যাপি প্রায় শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা দেন।
এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংস্থা বীডস সভাপতি মো মহিদুল ইসলাম, সেচ্ছাসেবী সংস্থা বীডস জোনাল ম্যানেজার মো রেজাউল করিম, ইউপি সদস্যা নেওয়াজ শরীফ জনি, জয়নাল আবেদীন ডলার, কাজী ফরিদুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো আহসান হাবিব, পল্লী ডা. সিদ্ধার্থ সরকার প্রমূখ।