নির্বাচনকালে নিরপেক্ষ সরকার দিতে হবে -মির্জা ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংলাপ সংলাপ করে লাভ হবে না। আগামী নির্বাচনকালে নিরপেক্ষ সরকার দিতে হবে। এ স্বৈরতান্ত্রিক সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবো। কারণ ভয়াবহ দানবীয় এ সরকার আমাদের বুকের উপর চেপে বসে আছে।
তিনি বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘদিন ধরে আটক করে রেখেছে। তার কিছু হলে এর সমস্ত দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। আমরা বেগম জিয়ার মুক্তির দাবিতে সভা-সমাবেশ ও গণ অনশন করছি। তবুও সরকার কর্ণপাত করছে না। আমরা বার বার বলছি- মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। তারা আমাদেরকে আইন দেখায়। আমরা আইন ঘেটে দেখেছি আপোষহীন নেত্রী বেগম জিয়ার মুক্তিতে আইন কোন বাঁধা নয়, বাঁধা হচ্ছে ক্ষমতাসীন সরকার।
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গতকাল বুধবার বিকেলে টাঙ্গাইলের পানির ট্যাংক সংলগ্ন কালেক্টরেট মাঠে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, টাঙ্গাইল রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ একটি জেলা। এখানে জন্মেছেন মজলুম জননেতা মওলানা ভাসানীসহ অনেক গুণি নেতা। আজ আমাদের সমাবেশে আসতে দলের নেতাকর্মীদের উপর হামলা এবং ভয়-ভীতি দেখানো হয়েছে। গাড়ি-ঘোড়া বন্ধ করে দিয়েছে। সমাবেশের স্থানের অনুমতি নিয়ে নানা নাটক করা হয়েছে। তবুও জন¯্রােত ধরে রাখতে পারে নি। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোন ব্যক্তি বা দলের নন। তাই সাংবিধানিক দায়িত্ব পালন করুন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলার আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, সাবেক এমপি ও বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক দিপু সরকার, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, কেন্দ্রীয় বিএনপি নেতা ফকির মাহবুব আনাম স্বপন, সাঈদ সোহরাব, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও অমল ব্যানার্জী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু। সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।