শার্শায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত


যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যাগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়াম সভা কক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
দোয়া অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা মৎস্য অফিসার আবুল হাসানসহ সরকারী-বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগ।
এছাড়া বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবি দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।