জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন ১০ মে


জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১০ মে। এ-দিন যুক্তিতর্কে খালেদা জিয়াকে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। সকালে মহানগর দায়রা জজ অস্থায়ী আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।
গত ৫ এপ্রিলের আদেশ অনুযায়ী আজ খালেদা জিয়াকে আদালতে হাজিরের কথা ছিলো। তবে শারীরিক অসুস্থতার জন্য তাকে হাজির করা হয়নি বলে আদালতকে জানায় কারা কর্তৃপক্ষ। এ সময় প্রসিকিউশনের পক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগার থেকে যুক্ত করার আবেদন করা হয়। এতে আপত্তি জানান খালেদা জিয়ার আইনজীবীরা।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।