কাঞ্চনপুর ইউপিতে নতুন চমক শামীম আল মামুন

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১ | ৩৯৮

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জনপ্রিয়তার শীর্ষে থাকা শামীম আল মামুন।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ওই এলাকার প্রায় দুই হাজার লোক শামীমের পক্ষে মিছিল নিয়ে এসে স্থানীয় শহীদ মিনার চত্বরে উপস্থিত হন। এরপর শামীম আল মামুন মনোনয়নপত্র জমা দেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া কেন্দ্র করে ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তাকে জেতাতে মাঠে নেমেছেন ভোটাররা। 
 
শামীম আল মামুন বলেন, ‘আমার ইউনিয়নটি অবহেলিত। এ এলাকায় কোনও উন্নয়ন হয়নি। মানুষ এলাকায় নতুনত্ব চাচ্ছে। এজন্য ভোটাররা আমাকেই বেছে নিয়েছেন। এলাকায় আমার অবস্থান ভালো। আমি নির্বাচিত হলে ভোটারদের কথা রক্ষা কবরো। এলাকায় উন্নয়ন হবে, ইনশাআল্লাহ।  
 
প্রসঙ্গত, এ ইউনিয়নে শামীম আল মামুন ছাড়াও বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ খান মামুনসহ আরও পাঁচজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।