টাঙ্গাইলে ৩৩৭ তম স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত


টাঙ্গাইলে ৩৩৭ তম স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের মিলনায়তনে এ আসর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, নর্দান ইউনিভার্সিটির উপ- উপচার্য প্রফেসর ড.নজরুল ইসলাম।
নর্দান ইউনিভার্সিটির সভাপতি প্রফেসর ড. রকিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, বাংলাদেশ ইন্টার ইউনিভার্সিটি অফিসার্স ফেডারেশনের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট মজনু ইসলাম প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সাহিত্য সংসদের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, সভাপতি কবি মাহমুদ কামাল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাদল প্রমুখ।
পরে কেক কেটে তরুন কবি জিনিয়া বক্স এর জন্মদিন পালন করা হয়েছে।