কালীগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৫ পিএম, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯ | ৩৮২

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বরে অভিযান চালিয়ে ০২ (দুই)কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী মোঃ খাইরুল ইসলাম (২৮) পিতা-মোঃ ছহির আলী এবং মোঃ হজরত আলী (২৭)পিতা-মৃত বসার আলী উভয়ই জেলার পশ্চিম ভেলাবাড়ী মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রুদ্রেশ্বরে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ উক্ত মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করেন।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।