দেলদুয়ারে কৃষক মাঠ দিবস ও শষ্য কর্তন অনুষ্ঠান

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০২:৩৭ পিএম, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ | ৫৭৩

টাঙ্গাইলের দেলদুয়ারে উচ্চফলনশীল অ্যারাইজ এজেড ৭০০৬ জাতের কৃষক মাঠ দিবস ও আমন ধান কর্তন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে আটিয়া ইউনিয়নের গজিয়াবাড়ী গ্রামে বায়ার ক্রপ সাইন্সের আয়োজনে মাঠ দিবসে ও ধান কর্তন করা হয়। 

কৃষক মাঠ দিবস ও ধান কর্তন অনুষ্ঠানে স্থানীয় ডিলার আসাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেলদুয়ার উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার মঞ্জুরুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন বায়ার ক্রপ সাইন্সের টেরিটরি অফিসার আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আটিয়া ইউনিয়নের উপ-সহকারি কৃষি অফিসার মাইনুল হাসান, মীর আব্দুল হান্নান, উজ্জল হোসেন, বায়ার ক্রপ সায়েন্স এর ট্রেড ডেভেলপমেন্ট অফিসার জহিরুল ইসলাম, ফার্ম ডেভেলপমেন্ট অফিসার  হাবিবুর রহমান প্রমুখ। 

এ সময় মাঠ দিবসে শতাধিক কৃষক-কৃষাণী  উপস্থিত ছিলেন।