জেলা আ.লীগের দেওয়া ঘর পেল মালেকা বেগম


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,সরকারি এবং জনপ্রতিনিধি ব্যক্তির নিজস্ব অর্থয়ানে টাঙ্গাইল সদর উপজলোয় গৃহহীনদের নতুন আধা পাকা ঘর নির্মাণ কার্যক্রম শুরু করা হয়েছে।
শুক্রবার ১৩ নভেম্বর বিকালে পৌরসভার দিঘুলীয়া ৪ নং ওয়ার্ডে পশ্চিমপাড়ার গৃহহীন মালেকা বেগমের (৭১) জন্য ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মালেকা বেগম দিঘুলীয়া গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক এ নির্মাণ কাজের ভিত্তিফলক উম্মোচন করেন।
এসময় তিনি বলেন, মহাননেত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি এ পর্যন্ত এই দেশকে উন্নতির দিকে ধাবিত করেছেন। সারাবিশ্ব তার প্রশংসা করে। আমরাও প্রসংশা করি। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন। বঙ্গবন্ধু যা করতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করছেন। তিনি আবাসন প্রকল্প হাতে নিয়েছেন। গরীবদের জন্য, ভূমিহীনদের জন্য খেটে খাওয়া মানুষদের জন্য বাসস্থানের ব্যবস্থা করার প্রকল্প প্রনয়ন করেছেন। বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলায় ৫০ টি ঘর দেওয়া হবে। ইতিমধ্যে ঘরের জন্য একাউন্ট খোলা হয়েছে। জেলা আওয়ামী লীগের গৃহায়ন প্রকল্পের সাথে যারা যুক্ত থাকবেন তারা টাকা জমা দিলে পরিপূর্ণতা আসবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. ছানোয়ার হোসেন,জেলা প্রশাসক আতাউল গণি,স্থানীয় সরকাওে টাঙ্গাইলের উপরিচালক শরীফ নজরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শহীদ উল্লাহ,উপজেলা নির্বাহী কর্মকতা সাইদুল ইসলাম,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক নাহান আহমেদ,সাংগঠনিক সম্পাদক বাবু সুভাস চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম আলমগীর,সাধারণ সম্পাদক এম এ রৌফ, শহর আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, কোচ মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মীর মঈনুল হক লিটন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।