শার্শার কায়বা ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী টিংকুর নির্বাচনী প্রচারণা

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৩ পিএম, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ | ৩৬৭

আসন্ন ইউপি নির্বাচনে শার্শা উপজেলায় নির্বাচনী প্রচার প্রচারণায় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সরগরম শহরের অলিগলি। ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা, সাথে রয়েছে সমর্থক ও কর্মীরা। সেই নির্বাচনী প্রচারণায় শার্শার ৭নং কায়বা ইউনিয়নের দলীয় নৌকা প্রার্থী হাসান ফিরোজ আহমেদ টিংকু। তাঁর নেতৃত্বে চলছে ব্যাপক প্রচারণা। 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) কায়বা ইউনিয়নে এমনই প্রচার-প্রচারণা দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, নৌকার কর্মীদের সাথে নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হাসান ফিরোজ আহমেদ টিংকু দিন-রাত গণসংযোগ, উঠান বৈঠকের মধ্যে দিয়ে ভোটারদের কাছে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। এসময় তাদের মুখে শোনা যায়,‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। টিংকু ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’।

শার্শার ৭নং কায়বা ইউনিয়নের নৌকা প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের প্রচার-প্রচারণা চলছে। আওয়ামীলীগ সরকার কায়বা ইউনিয়নে যথেষ্ট উন্নয়ন করেছে। উন্নয়নের স্বার্থে ভোটাররা আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।