বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির ভার্চুয়াল সংলাপ অনুষ্ঠিত


সারা পৃথিবী আজ করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত। সারা বিশ্বের সাথে বাংলাদেশ আজ এই প্রকৃতির নিষ্ঠুরতার শিকার। দেশের এ ভয়াবহ দুর্দিনে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সাধ্যমত নানা কর্মকান্ডের মাধ্যমে করোনা মোকাবিলায় দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে।
গত ২৬ মে ২০২০, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ সমিতি আয়োজিত জনসংযোগ কর্মকর্তাদের মধ্যে এক ভার্চুয়াল সংলাপ অনুষ্ঠিত হয়।
উক্ত ভার্চুয়াল সংলাপ অনুষ্ঠানে করোনাভাইরাসের এই সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, অবদান ও বিভিন্ন কর্মকান্ডসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মোঃ আবুল কাশেম শিখদারের সভাপতিত্বে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনুর সঞ্চালনায় ভার্চুয়াল মিটিং এ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের নানাবিধ কর্মকান্ড জনসংযোগ কর্মকর্তাগণ একে একে তুলে ধরেন।
এসময় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক খলিলুর রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ইনফরমেশন অ্যান্ড পাবলিকেশন্সের অতিরিক্ত পরিচালক (পাবলিক রিলেশনস) মোঃ জাহাঙ্গীর কবীর ও সহকারী পরিচালক (পাবলিক রিলেশনস) মাহমুদা আকতার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তর উপ-পরিচালক মোঃ সামছুল আলম (শিবলী), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জনসংযোগ কর্মকর্তা বাবুল হোসেন বাবু, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন (রাজু), বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জনসংযোগ ও তথ্য অধিকারের সহকারী পরিচালক ইমরান হোসেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তথ্য ও গণসংযোগ পরিচালক মো: আবুল কাসেম শিখদার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর জনসংযোগ কর্মকর্তা রাশেদ পারভেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) এর জনসংযোগ কর্মকর্তা মাহবুব আলম সভায় যোগ দেন।
সভায় উপস্থিত জনসংযোগ কর্মকর্তাদের দেয়া বিশ্ববিদ্যালয় অনুযায়ী বিভিন্ন কর্মকান্ডের তথ্য নিন্মে উল্লেখ করা হলোঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ঃ
ক্স দেশব্যাপী আরটি-পিসিআর মেশিনে মানবদেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তকরণের পরিধি বাড়ানোর লক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিজস্ব আরটি-পিসিআর মেশিন ময়মনসিংহ মেডিকেল কলেজে হস্তান্তর করা হয়েছে।এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা টেস্টিং ল্যাব স্থাপনে শুরু থেকেই বাকৃবি টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আসছে। বাকৃবির একাধিক অধ্যাপক সেখানে দিন রাত সময় দিয়ে ল্যাবটি স্থাপনে সহযোগিতা করেছে।
ক্স বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি টিচিং হসপিটালে গবাদিপ্রাণি চিকিৎসায় সার্বক্ষণিক টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালু করেছে।
ক্স ফসল নির্বাচন, উৎপাদন কলাকৌশল, রোগবালাই, পোকামাকড় দমনসহ ফসল সংক্রান্ত সার্বিক বিষয়ে বাকৃবির ২৪ ঘন্টা টেলিসেবা ও ই-কৃষি সেবা চালু ।
ক্স নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে দুগ্ধ, পোল্ট্রি ও পশুসম্পদ শিল্পের জন্য টেলি উপদেশ সেবা চালু ।
ক্স মৎস্য বিজ্ঞান অনুষদ, মৎস্য সংক্রান্ত যেকোন সমস্যা যেমন; মৎস্য চাষ, মৎস্য ব্যবস্থাপনা, মৎস্য খাদ্য ও প্রয়োগ ব্যবস্থাপনা, মৎস্য চিকিৎসা এবং মৎস্য প্রক্রিয়াজাতকরণ নিয়ে সার্বক্ষণিক জরুরী পরামর্শ প্রদানে টেলিসেবা চালু করেছে
ক্স করোনা ভাইরাস মোকাবিলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, বাকৃবির নিরাপত্তা শাখার কর্মীদের সুরক্ষায় ফেস শিল্ড প্রদান করা হয়েছে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ঃ
ক্স লিফলেট বিতরণ।
ক্স নিজস্ব ল্যাব এ স্যানিটাইজার তৈরি ও বিতরণ।
ক্স করোনা পরীক্ষার জন্য ল্যাব প্রস্তুতকরণ।
ক্স মলিকুলার বায়োলজি ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সমন্বয়ে দক্ষ জনবল নির্ধারণ।
ক্স ল্যাব এ পরীক্ষা সংশ্লিষ্ট উপকরণ সংগ্রহের সরকারের সংশ্লিষ্ট অফিসে পত্র প্রেরণ।
ক্স করোনা টেস্ট এর অনুমতি চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন।
ক্স উপরোক্ত বিষয় নিয়ে জেলা প্রশাসন এর সাথে সমন্বয় সভা করা।
ক্স করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর মেশিন ক্রয়ের জন্য কার্যাদেশ প্রদান।
ক্স বিশ্ববিদ্যালয়ের অফিস প্রধান ও সংশ্লিষ্ট সকলের সাথে উপরোক্ত বিষয় নিয়ে মাননীয় উপাচার্য নিয়মিত