টাঙ্গাইলে দাইন্যা ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ 

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০২:৩৪ পিএম, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ | ৩৯০

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় ইউনিয়ন পরিষদের ভবনের সামনে সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকের স্মৃতি স্তম্ভে গবর দেয়াসহ জুতা রেখে দেয়া হয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন নিশ্চিত করেন । 

তিনি বলেন এ ঘটনায় জড়িত যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান লাভলু মিয়াকে একটি মামলা করতে বলা হয়েছে। 

দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাভলু মিয়া বলেন, গভীর রাতে কে বা কারা ইউনিয়ন পরিষদের ভবনের বৈদ্যুতিক মিটারে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হই। এছাড়াও আমার বড় ভাই সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদের স্মৃতি স্তম্ভে গবর দেয়া হয়। একই সাথে সেখানে বেশ কয়েকটি জুতাও ফেলে রাখা হয়েছে। 

এ ব্যাপারে সন্তোষ পুলিশ ফাঁড়ির এসআই রেহানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।