টাঙ্গাইল ওয়ান স্টপ সার্ভিসে জরুরী নিয়োগ


টাঙ্গাইলে দীর্ঘদিন যাবৎ শহর এবং প্রত্যন্ত অঞ্চলে প্রথম সারির একটি স্বনামধন্য প্রতিষ্ঠান টাঙ্গাইল ওয়ান স্টপ সার্ভিস ব্যাপকভাবে সফলতা ও সুনাম অর্জন করে আসছে।
টাঙ্গাইল ওয়ান স্টপ সার্ভিস মার্কেটিং এ বেইজড প্রোডাক্ট সেলস এর জন্য কিছু সংখ্যক ছেলে এবং মেয়ে জনবল নিয়োগ দেয়া হবে।
আপনার নিজে যোগ্যতা অনুযায়ী পদ সমূহে আবেদন করতে আগ্রহী হলে সার্কুলারে উল্লেখিত ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে নিজের যোগ্যতা যাচাই করতে পারেন।
পদের নামঃ মার্কেটিং অফিসার
- শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এসএসসি
- বেতনঃ বেতন ৮০০০/- থেকে ১০০০০/- (আলোচনা সাপেক্ষ)
যোগাযোগের ঠিকানা
টাঙ্গাইল ওয়ান স্টপ সার্ভিস
মক্কা টাওয়ার ২য় তলা
মসজিদ রোড,টাঙাইল।
মোবাইলঃ ০১৮৭০৭০১০০০
(চলতি মাস থেকেই বেতন কার্যকর হবে)