টাঙ্গাইলে ফ্রেন্ডস এসোসিয়েশন মেধাবৃত্তি -এর পুরষ্কার বিতরণ

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ০২:৩৫ পিএম, রোববার, ২১ জুলাই ২০১৯ | ৪১১

টাঙ্গাইলে ফ্রেন্ডস এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষা ২০১৮ এর পুরষ্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রোববার টাঙ্গাইল সদর উপজেলার মগড়া গ্রামে জোরান কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঢাকা যান্ত্রিক (পাম্প হাউজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম গ্রুপের ব্যবস্থাপক মিজানুর রহমান। সংগঠনের সভাপতি হাবিবুল্লাহ তুষারের
সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রশিদ মিয়া, আলমগীর হোসেন, মুহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।

পরীক্ষা অংশ গ্রহণ কারীদের মধ্যে থেকে প্রায় ১শ’ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ টাকা, বই, ক্রেস্ট, সনদ প্রদান করা হয়।

জানা যায়, প্রতিবছরই তারা শিক্ষামূলক কাজ ছাড়াও,রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপন ও সামাজিক উন্নয়ন মূলক কাজ করে থাকেন।