টাঙ্গাইলে পরকীয়ার বলি প্রবাসীর স্ত্রী, প্রেমিকসহ শাশুড়ি

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১২:০৭ পিএম, শনিবার, ৩০ অক্টোবর ২০২১ | ৮৩৭

টাঙ্গাইলের ঘাটাইলে বসতঘর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এসময় পাশেই পড়েছিল গুরুতর আহত শিশু। শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দিঘড় ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকার নিজ বাড়ি তাদের লাশ পাওয়া যায়।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতরা হলেন ওই গ্রামের সৌদী প্রবাসী জয়নুদ্দিনের স্ত্রী সুমি আক্তার (২৫), জয়নুদ্দিনের মা জমেলা বেগম ও সুমির পরকীয়া প্রেমিক শাহজালাল ইসলাম সোহাগ (৩০)। প্রেমিক শাহজালাল কালিহাতী উপজেলার সাতুটিয়া পূর্বপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছে নিহত সুমীর ছেলে শাফি (৩)।

স্থানীয়রা জানায়, সুমি বেগমের পরকীয়া প্রেমিক শাহ জামালের বাড়ি কালিহাতী পৌরসভার সাতুটিয়া এলাকায়। তিনি সাতুটিয়ার সোহরাব আলীর ছেলে। গৃহবধূ সুমি বেগম ঘাটাইলের কাশতলা দক্ষিণ পাড়া সুতার বাড়িরর জিন্নত আলীর মেয়ে। সুমি ও শাহ জামালের লাশ প্রবাসী জয়েন উদ্দিনের বসত ঘরের বিছানার ওপর এবং জমিলা খাতুনের লাশটি ঘরের মেঝেতে পড়েছিল। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তিন জনের লাশ উদ্ধার হওয়া বসত ঘরের দেওয়ালে নিহতদের রক্ত দিয়ে লেখা রয়েছে ‘এমনটা হত না যদি আমার সুমী আমার কাছে থাকতো, এই সবকিছুর জন্য সুমীর বাবা দায়ী’। এতে ধারণা করা হচ্ছে- প্রেম ও পরকীয়া বা ত্রিমুখী পরকীয়া সংক্রান্ত কোন ঘটনা থেকে এ চাঞ্চল্যকর ঘটনার অবতারণা হয়েছে। 

র‌্যাব কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, জমেলা, সুমি ও শাহজালাল নামের তিনজনের লাশ বসতঘরে পাওয়া গেছে। এসময় সুমির শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। '

তিনি আরও বলেন, লাশের পাশে ছুরি ও হাতুরি পাওয়া গেছে। সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনাস্থলে আসছেন। তারা আসলে লাশ থানায় নেওয়া হবে। পরকীয়ার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।