সংসদে যাওয়া নিয়ে ভিন্ন বক্তব্য ফখরুল-মওদুদের

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:২১ এএম, বুধবার, ২৯ মে ২০১৯ | ৫৭২
 
জিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনায় দুই ধরনের বক্তব্য দিলেন বিএনপির দুই শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ব্যারিস্টার মওদুদ আহমেদ। নেতাকর্মীদের আপত্তির মুখে কেন সংসদে গেল দলটি - এমন প্রশ্ন তোলেন মওদুদ। আর দলে বিভাজন সৃষ্টি না করতে আহ্বান জানান ফখরুল।


অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে মতবিরোধ।

উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় যেখানে শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে সেখানে সংসদে যাওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ।

একই অনষ্ঠানে সভাপতির বক্তব্য দলের ভেতরে বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানান দলীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। দল নিয়ে হতাশার সুযোগ নেই বলেও মত দেন তিনি।

নেতৃত্ব দিতে যদি সিনিয়র নেতারা ব্যর্থ হয়ে থাকেন, তাদের সরিয়ে দলকে সক্রিয় করার আহ্বান জানান মওদুদ।