টাঙ্গাইলে হেরোইনসহ মাদক কারবারি আটক

স্টার্ফ রিপেটার
প্রকাশিত: ০৩:৪২ পিএম, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১ | ৪২২

টাঙ্গাইলের সদরে ১০৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার করটিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত রইছউদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৫৮)। 

এসময় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০৫ গ্রাম হেরোইন ও নগদ ১ হাজার ৮’শ টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। 

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে সদর থানার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। তার বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।