নাগরপুরে ধুবড়িয়া ওয়ার্ড আওয়ামীলীগের মতবিনিময় সভা

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪০ পিএম, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১ | ৭৮২

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নে ২নং ওয়ার্ড আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ডহরপাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগ থেকে নির্বাচিত সাবেক ছাত্র কল্যাণ সম্পাদক মো. খোরশেদ আলম খান (খুসরু)।

২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো. নূরনবী মিয়ার সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সদস্য মো. ইয়ারোফ হোসেনের পরিচলনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. আরশাদ হোসেন চঞ্চল, জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য আব্দুল বারী বাবু, ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. রাফিক মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহ-আলম ,উপজেলা যুবলীগের সদস্য মো. আরিফ হোসেন, ধুবরিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ফজলু মিয়া প্রমুখ। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীকে বিজয়ী করতে সকলেই প্রতি আহবান জানান।