টাঙ্গাইলে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত


টাঙ্গাইলে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শনিবার (২ জানুয়ারী)দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব ভবনে কেক কাটা ও সংক্ষিত সমাবেশের আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সহ-সমাজ কল্যাণ সম্পাদক এম.এ বাতেনের অনুষ্ঠান সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাদেকুল আলম খোকা, জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, বিএনপি নেতা অমল ব্যানার্জী, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি তারিকুল ইসলাম ঝলক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সহ-সভাপতি শফিকুর রহমান শফি, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আব্দুল্লাহ প্রমুখ।
পরে কেক কেটে দিবসটি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।