ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

হাফিজুর রহমান.মধুপুর
প্রকাশিত: ০৩:১৫ পিএম, শুক্রবার, ২২ মে ২০২০ | ৫৬৭

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে টাঙ্গাইলে ১ হাজার ৫৫ জন হতদরিদ্রদের মাঝে সরকারের দেওয়া চাল সেমাই, চিনি, লবন তেল,আলু সহ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

শুক্রবার(২২ মে ২০)ইং দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ হলরুম থেকে উপজেলার ৮শত ও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নের ২৫৫ জন দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করেন ধনবাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেবউন্নাহার লিনা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন ।

এসময় ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শামছুল হুদা, যদুনাথপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, তদারকি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ধনবাড়ী উপজেলা প্রকৌশলী জয়নুল আবেদীন, সাংবাদিক হাফিজুর রহমান, ট্যাগ অফিসার সুজন নাথ, স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান উপস্থিত ছিলেন।