ছেলের মৃত্যু শোকে মারা গেলেন মা

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৬:২৬ পিএম, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ | ৯২০

টাঙ্গাইলে হৃদরোগে ছেলে রফিকুল ইসলামের (৫২) মৃত্যু শোকে মারা গেছেন বৃদ্ধ মা কমলা বেগম। কয়েক ঘন্টার ব্যবধানে গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের মাদারজানী ঘোনাপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। রফিকুল ওই গ্রামের মৃত শামছুল হকের ছেলে।

বৃহস্পতিবার (১জুলাই) উপজেলার আলমনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমেন তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, হৃদরোগে নিজ বাড়িতে বুধবার দুপুরে রফিকুল ইসলামের মৃত্যু হয়। তার লাশ দেখে কান্নায় ছটফট করতে করতে কয়েক ঘন্টা পরই বৃদ্ধা মায়েরও মৃত্যু হয়। ছেলের লাশ দাফনের আগেই মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তিনি আরো জানান, রফিকুল ইসলাম করোনায় নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর কয়েক ঘন্টা পর তার মাও মারা যান। বুধবার মাগরিব নামাজের পর পারিবারিক কবরস্থানে ছেলে রফিকুল ইসলাম ও পরদিন বৃহস্পতিবার সকালে মায়ের লাশ দাফন করা হয়।