কালিহাতীতে দুই লবণ ব্যবসায়ীর জরিমানা

শুভ্র মজুমদার,কালিহাতি
প্রকাশিত: ১১:২৫ পিএম, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ | ৪৮৬

লবনের দাম বাড়বে এমন গুজবে টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন এলাকায় বাজারে ক্রেতাদের লবন কিনতে ক্রেতাদের  উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। প্রতি কেজি লবনের দাম ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি হয়েছে এমন গুজব ছড়াচ্ছে একটি অসাধু চক্র।

এ খবরে মঙ্গলবার বিকেলে কালিহাতীর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

এসময় কালিহাতী সদরে লক্ষ্মন সেন নামের এক মুদি ব্যবসায়ীকে  লবনের দাম বেশি রাখার দায়ে  ৫ হাজার টাকা এবং এলেঙ্গা বাসস্ট্যান্ড বাজার এলাকায় ঝিলিক স্টোরের মালিক রফিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

কালিহাতী ও এলেঙ্গা বাসস্ট্যান্ড বাজারে জনগণকে সচেতন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, লবনের দাম স্বাভাবিক রয়েছে। একটি অসাধু চক্র মানুষকে বিভ্রান্ত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। আমরা তৎপর রয়েছি। গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।