পরিমনির মামলায় আসামি নাসির উদ্দিনসহ ৫ জন গ্রেফতার


চিত্রনায়িকা পরিমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ৫ জন গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিকেলে উত্তরা ১ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম বিষয়িটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযান চলমান রয়েছে। যাচাই বাছাই শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।