টাঙ্গাইলে মনোহারীর দোকানে অগ্নিকাণ্ড

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, সোমবার, ১৪ জুন ২০২১ | ৪৩৬

টাঙ্গাইলের সদর উপজেলার হৃদয় খানের মনোহারীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৪ জুন) রাত ১ টার দিকে উপজেলার তারটিয়া-ভাতকুড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় অগ্নিকাণ্ডে এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

টাঙ্গাইলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দু'টি ইউনিট স্টেশন অফিসার আশিকুর রহমানের নেতৃত্বে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে অগ্নি-নির্বাপণ করেন।

টাঙ্গাইলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, তারটিয়া-ভাতকুড়া এলাকার হৃদয় খানের মনোহারীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে হৃদয় খানের মনোহারীর দোকানে এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।