টাঙ্গাইলে ৭৭ জন করোনায় আক্রান্ত


টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩১ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষার আক্রান্তের শতকরা হার ৩৩.৩৩ শতাংশ। যা গত এক মাসে সর্বোচ্চ। তবে গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত করোন রোগী মৃত্যু হয়নি। জেলায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৯৫ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩৯ জন, কালিহাতীতে ২১ জন, বাসাইলে ৫ জন, সখীপুরে ৪ জন, গোপালপুর ও ঘাটাইলে ৩ জন করে, মধুপুর, ও দেলদুয়ারে একজন করে রয়েছেন।
তিনি আরও জানান, টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলা উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলার যোগাযোগ ব্যবস্থার ট্রানজিট পয়েন্ট হওয়ায় এ দুই উপজেলায় করোনা শনাক্তের হার অন্য উপজেলাগুলোর তুলনায় অনেক বেশি। ইতোমধ্যে দুই দফায় কালিহাতী উপজেলার ৩৩টি বাড়ি লকডাউন করা হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলাকেও কড়া নজরদারীতে রাখা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ নিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৫হাজার ৫৩২জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ৩২২ জন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ যাবৎ ৪১৯জন রোগী ভর্তি হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেডেট ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন । মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫১০০ জন।